ফায়ারফক্স
ফায়ারফক্স হচ্ছে মোজিলা'র বহুল পরিচিত ওয়েব ব্রাউজার এপ্লিকেশন, যা উইন্ডোজ, ম্যাক OS এক্স, এবং লিনাক্স এর মতো বিভিন্ন প্ল্যাটফরম, এছাড়াও এনড্রোয়েড মোবাইল এ ও রয়েছে । যার সাথে রয়েছে সর্বাধুনিক ওয়েব প্রযুক্তি এবং শক্তিশালী ডেভেলপার টুল । ওয়েব ডেভলপার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স হচ্ছে একটি উৎকৃষ্ট ব্রাউজার।
ফায়ারফক্স একটি ওপেন সোর্স প্রোজেক্ট, কোড এর অনেক কিছুই আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এর মাধ্যমে তৈরি। এখানে আপনি ফায়ারফক্স প্রোজেক্ট এ কিভাবে সাহায্য করতে হয় তা শিখতে পারবেন, কিন্তু আপনি ফায়ারফক্স ডেভলপার টুল ব্যাবহার করে ফায়ারফক্স অ্যাড-অন তৈরির ডকুমেন্টেশন লিঙ্ক খুজে পাবেন।
কিভাবে ফায়ারফক্স OS এ অ্যাড-অন তৈরি করতে হয় শিখুন, কিভাবে ফায়ারফক্স ডেভলপ এবং তৈরি করা যায়, এবং কিভাবে ফায়ারফক্স এর অভ্যন্তরীণ সাবপ্রজেক্ট গুলো কাজ করে তা জানুন।
- ডেভলপার রিলিজ নোটস
ডেভলপারদের জন্য রিলিজ নোট; ফায়ারফক্স এর প্রতিটি ভার্সন এর ওয়েবসাইট এবং অ্যাড-অন এর নতুন ক্ষমতা সম্বন্ধে জানুন l
- প্রোজেক্ট ডকুমেন্ট তৈরি করা
ফায়ারফক্স এর অভ্যন্তরীণ বিষয় এবং এর তৈরি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য সম্বন্ধে অবগত থাকুন এতে আপনার কোড করা সহজ হবে।
- ডেভলপার গাইড
আমাদের ডেভলপার গাইড (en-US), দিচ্ছে সম্পূর্ণ তথ্য কিভাবে আপনি ফায়ারফক্স সোর্স কোড কম্পাইল করতে পারেন, কিভাবে আপনি আপনার নিজস্ব কোড করার সুযোগ পান, এবং কিভাবে অন্যান্য প্রোজেক্ট এ যোগ দিতে পারেন।
ফায়ারফক্স চ্যানেল
ফায়ারফক্স চারটি চ্যানেলেপাওয়া যায়।
ফায়ারফক্স নাইটলি
প্রতি রাতেমজিলা-সেন্ট্রাল থেকে ফায়ারফক্স নাইটলি বিল্ড করি। এই বিল্ড গুলো ফায়ারফক্স ডেভেলপারদের জন্য অথবা যারা সক্রিয় ডেভেলপমেন্ট এর মধ্যে থাকা সর্বশেষ আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে চায়।
ফায়ারফক্স ডেভেলপার এডিশন
ফায়ারফক্সের এই সংস্করণ ডেভেলপারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতি ৬ সপ্তাহ পর পর ফায়ারফক্স নাইটলিতে থাকা মোটামুটি স্ট্যাবল ফিচার ডেভেলপার এডিশনে যুক্ত করে রিলিজ দেয়া হয়। এছাড়াও শুধু ডেভেলপারদের প্রয়োজন হবে, এমন কিছু অতিরিক্ত ফিচারও আমরা এতে যুক্ত করে থাকি।
ফায়ারফক্স বেটা
ফায়ারফক্স ডেভেলপার এডিশনে ছয় সপ্তাহ থাকার পর, যেসব ফিচার মোটামুটি স্ট্যাবল, আমরা তা নিয়ে ফায়ারফক্স বেটার একটি নতুন সংস্করণ তৈরি করি। ফায়ারফক্স বেটা মজিলার ভলান্টিয়ারদের টেস্ট করার জন্য রিলিজ দেয়া হয় এবং এরপর ফায়ারফক্সের পুর্নাঙ্গ সংস্করণে অন্তরভুক্ত করার জন্য তৈরি করা হয়।
ফায়ারফক্স
প্রায় দেড় মাস বেটা সংস্করণে থাকার পর, আমরা এখন নতুন ফিচার হাজার কোটি মানুষের কাছে ফায়ারফক্সের নতুন সংস্করণ পৌঁছে দিতে প্রস্তুত।